পরকীয়া সাজিয়ে গৃহবধূকে পিটিয়ে খুন, এমন অভিযোগ এনে মামলা

বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : পরকীয়া কাহিনী সাজিয়ে গৃহবধূকে পিটিয়ে খুন করার অভিযোগে এক মামলা দায়ের করা হল বদরপুর পুলিশে। মামলা দায়ের করেন গৃহবধূর বাবা আইনুল হক বড়ভূইয়ার। এ চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে বদরপুর এংলারবাজার উষ্মাবাদ গ্রামে।আইনুল হক বড়ভূইয়ার অভিযোগ, মেয়ে আনোয়ারা বেগমকে দীর্ঘদিন ধরে স্বামীর বাড়ির লোকেরা শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। অবশেষে পরকীয়ার নাটক সাজিয়ে স্বামীর বাড়ির লোকের গণপিটুনিতে মৃত্যু ঘটেছে আনোয়ারার। এনিয়ে বদরপুর থানায় মামলা দায়ের করেছেন বড়তল গ্রামের বাসিন্দা আইনুল হক বড়ভূইয়ার ও মামা আব্দুল হান্নান।

তাঁরা জানান, বৃহস্পতিবার গভীর রাতে অপর এক যুবককে ধরে এনে ঘরে বেধে রাখে। সেই যুবকের সঙ্গে গৃহবধূ আনোয়ারার উপর শ্বশুর বাড়ির লোকেরা তালিবানি কায়দায় হামলা চালায়। তাদের আক্রমণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আনোয়ারা। শেষে খবর পেয়ে বাবার বাড়ির লোকজন বাড়িতে পৌঁছলে দেখতে পান আনোয়ারা বেগমের অবস্থা সংকটজনক। সঙ্গে সঙ্গে তাকে প্রথমে শ্রীগৌরী প্রাথমিক হাসপাতালে নিয়ে যান। সেখান শারীরিক অবস্থা বেগতিক দেখে শ্রীভূমি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে উঠা মাত্র মৃত্যুর কোলে ঢলে পড়েন আনোয়ারা বেগম।

দলবদ্ধ আক্রমণের অভিযোগ এনে ইনুস আহমেদ, নজরুল ইসলাম, সিদ্দিক আলি, শাশুড়ি রনু বিবিকে অভিযুক্ত করে থানায় মামলা নথিভুক্ত করেন গৃহবধূর বাবা।

পরকীয়া সাজিয়ে গৃহবধূকে পিটিয়ে খুন, এমন অভিযোগ এনে মামলা

Author

Spread the News