কাটলিছড়ায় অল্টো- অ্যাম্বুলেন্সে মুখোমুখি, আহত ৬

বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর :‌ অল্টো- অ্যাম্বুলেন্সে মুখোমুখি ধাক্কায় ছয়জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে কাটলিছড়া থানার অধীন কার্তিকছড়ার ৬য় নম্বর জাতীয় সড়কে। আহত ব্যক্তিরা হলেন অল্টো চালক বিধান নমশূদ্র, সারিমুল হক, বাবুল নমশূদ্র, অ্যাম্বুলেন্সের রোগী উমা নায়েক, বাবুলাল নায়েক, সরস্বতী নায়েক। তাঁদের হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত বিধান নমশূদ্রকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, অ্যাম্বুলেন্স নিয়ে  শিলচর মেডিক্যাল থেকে রিলিজ নিয়ে উমা নায়েককে মণিপুর বাগানের বাড়িতে যাচ্ছিলেন পরিবারের লোকরা। ঘাড়মুড়া থেকে রাতাবাড়ি অভিমুখে আসা রাবার সিট বোঝাই অল্টোর সঙ্গে কার্তিকছড়ায় সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে ওসি এম্পি দাওলাগুপু ঘটনাস্থলে পৌঁছে আহত উদ্ধার করে কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। এএস ১০ বিসি ৫০০৬ নম্বরের অল্টো ও  আর এএস ১১ সিসি ৩৩৯০ নম্বরের ইকো ভ্যান অ্যাম্বুলেন্স বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যান।

কাটলিছড়ায় অল্টো- অ্যাম্বুলেন্সে মুখোমুখি, আহত ৬

Author

Spread the News