খাসপুর চা -বাগানে ডাকাতের হানা, খুলে নিল সিসি ক্যামেরার হার্ডডিস্ক
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : ডাকাত দলের হানায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে উধারবন্দের খাসপুরে। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার রাত আনুমানিক দেড়টায় খাসপুর চা-বাগানের বাসিন্দা প্রয়াত আনন্দ গোয়ালার ছেলে রামধন গোয়ালার বাড়িতে। রামধন গোয়ালা সাংবাদিকদের জানান, প্রতিদিনের মত পরিবারের সবাই খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েন। রাত দেড়টা নাগাদ তাঁরা শোনতে পায় তাদের ঘরের পেছনের দরাজা ভাঙার শব্দ। কিছু সময়ের মধ্যে ঘরের দরজা ভেঙেই ছয় জনের ডাকাত দল মুখে কালো কাপড় বেধে ঘরে ভেতরে প্রবেশ করে। ঘরের ভিতরে প্রবেশ করেই রামধন গোয়ালা ও তাঁর ছেলে রমেন গোয়ালাকে বন্দুক দেখিয়ে তাদেরকে বেধে ফেলে।
প্রায় দুই ঘণ্টা ঘরের ভিতরে তাণ্ডব চালিয়ে নগদ সত্তর হাজার টাকা, দুইটি মোবাইল ও সোনা হাতিয়ে নেয় ডাকাত দল। তাদের ঘরের পাশে থাকা দোকানের চাবি দেওয়ার জন্য ডাকাত দল রমেন গোয়ালাকে বলে। রমেন গোয়ালা চাবি দিতে অস্বীকার করলে তাকে মারধর করে ডাকাত দল। এতে রমেন গোয়ালার চোখে অল্প বিস্তর আঘাত লাগে। পরে রমেন গোয়ালা ডাকাতদের হাতে দোকানের চাবি তুলে দেয়।
দোকান থেকে নগদ পাঁচ হাজার পাঁচ শত টাকা, একটি বাইক ও ভ্যান গাড়ির চাবি সহ সিসি ক্যামেরার হার্ডডিক্স নিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে বিষয়টি উধারবন্দ থানায় জানানোর পর উধারবন্দ থানার ওসি পুলিশের দলবল নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে তদন্ত শুরু করে।