সিপিআইএমের ভাগাবাজার শাখার ১৫তম সম্মেলন অনুষ্ঠিত
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : সিপিআইএমের ভাগাবাজার শাখার ১৫তম সম্মেলন ভাগাবাজারের রাঙ্গাউটি গ্ৰামে অনুষ্ঠিত হল। বুধবার মিসির আলি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সম্মেলন। সম্মেলনের শুরুতে পার্টির কাস্তে হাতুড়ি লাল পতাকা উত্তোলন করেন ধলাই লোক্যাল কমিটির সম্পাদক সুশীল বারই, শহিদ বেদীতে মাল্যদান করেন রহমত আলি লস্কর। সম্মেলনের উদ্বোধনী ভাষণে পার্টির রাজ্য কমিটির সদস্য রেজামন্দ আলি বড়ভূইয়া কেন্দ্রের ও রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারের কৃষক ও শ্রমিক বিরোধী নীতির এবং ধর্মীয় বিভাজনের রাজনীতির কঠোর সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুসলিম সংখ্যালঘু মানুষের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ ছড়িয়ে অসমকে অশান্ত করার চক্রান্তের বিরুদ্ধে সর্ব শ্রেণীর জনসাধারণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
সম্মেলনে শাখা এলাকার ভাগাবাজার ও রাজনগর জিপির জনগণের আর্থ সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করার পাশাপাশি এলাকার কৃষক ও শ্রমজীবী মানুষের সমস্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ও ভাগাবাজারের উপস্বাস্থ্য কেন্দ্রে নার্স নিয়োগ করা ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা, ভাগাবাজার পশু চিকিৎসা কেন্দ্রে সার্জন ও পর্যাপ্ত কর্মচারী নিয়োগ করা এবং চিকিৎসার সাজ সরঞ্জাম, পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা, জমির পাট্টা প্রদান করা, শোচনীয় রাস্তাগুলো সংস্কার করা, অরুণোদয় প্রকল্পে বঞ্চিত লোকের নাম অন্তর্ভুক্ত করা, অন্ন সুরক্ষা কার্ডে পরিবারের লোকের সঠিক সংখ্যার উল্লেখ করা, অগ্ৰাধিকার ভিত্তিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গরীব লোকের গৃহ নির্মাণ করা ইত্যাদি দাবি নিয়ে প্রস্তাবাদি গ্ৰহণ করা হয়। আগামী ২৩ সেপ্টেম্বর সোমবার জনগণের সমস্যাগুলো সমাধানের দাবিতে নরসিংহপুর বিডিও অফিসে পার্টির ধলাই লোক্যাল কমিটি আহুত ধরনা ও বিক্ষোভ কর্মসূচিতে বেশি সংখ্যক লোক নিয়ে অংশ গ্ৰহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের সম্মেলন থেকে আগামী তিন বছরের জন্য রহমত আলি লস্করকে পুনরায় সম্পাদক মনোনীত করা হয়।