জিরিঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাই বসত গৃহ
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : জিরিঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল। আগুনে ছারখার হয়ে যায় একটি বসতবাড়ি। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা অনুমানিক সাতটা নাগাদ। সিদ্ধেশ্বর দাস নামে এক ব্যক্তির ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে পৌঁছে জিরিঘাট পুলিশ এবং লক্ষীপুর থেকে ছুটে যান এসডিপিও পার্থ প্রতিম দোয়ারা। খবর দেওয়া হয় লক্ষীপুর দমকল বাহিনীকে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছার আগেই আগুনের লেলিহানে সব ভস্মীভূত হয়ে যায়। এরপর স্থানীয় জনগনের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেও ছিলেন না। তাই কোন ধরনের আসবাবপত্র সহ জরুরী নথিপত্র কিছুই বাচানো যায়নি।
এ দিকে, অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরে বিধায়ক কৌশিক রায় ফোনে খবরা খবর নেন। তিনি অসহায় পরিবারের সঙ্গে দেখা করতে তিনি জিরিঘাটে যাবেন বলে দলীয় কর্মী শান্তনু জানিয়েছেন।