চরবাজারে রেলের পরিত্যক্ত ঘরে আগুনে পোড়া পঁচাগলা লাশ উদ্ধার, চাঞ্চল্য

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : করিমগঞ্জ শহরের চরবাজারে অপরিচিত এক ব্যক্তির পঁচাগলা লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। স্থানীয় জনগণের দেওয়া বয়ান মতে রবিবার চরবাজারে থাকা রেলের একটি পরিত্যক্ত ঘর থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয় জনগণ তার উৎস খোঁজতে গিয়ে দেখতে পান রেলের পরিত্যক্ত একটি ঘরের এক কোনায় পড়ে রয়েছে অপরিচিত এক ব্যক্তির আগুন পুড়ে ঝলসে যাওয়া মৃতদেহ।

স্থানীয়রা পুলিশকে খবর পাঠালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালের পাঠিয়ে দেয়। তবে এ সংবাদ সংগ্রহ পর্যন্ত মৃত ব্যক্তির কোনও পরিচয় পাওয়া যায়নি। এবং এটা হত্যা না আত্মহত্যা এনিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশি তদন্ত ঘটনার আসল রহস্য উদঘাটন হবে বলে আশাবাদী স্থানীয় জনগণ।

চরবাজারে রেলের পরিত্যক্ত ঘরে আগুনে পোড়া পঁচাগলা লাশ উদ্ধার, চাঞ্চল্য
চরবাজারে রেলের পরিত্যক্ত ঘরে আগুনে পোড়া পঁচাগলা লাশ উদ্ধার, চাঞ্চল্য

Author

Spread the News