বলপূর্বক যৌনাচার, শিলচরে গ্রেফতার যুবক
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : নাবালিকার সঙ্গে বলপূর্বক যৌনাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করল যুবককে। শিলচর বিবেকানন্দ রোড এলাকার বাসিন্দা বছর ত্রিশের পাল পদবির ওই যুবক পেশায় ব্যবসায়ী।
অভিযোগ, ওই যুবক নাবালিকার সঙ্গে বলপূর্বক যৌনাচারের পর তার অশ্লীল ফটোও ভাইরাল করে দেবার হুমকি দেয়। এনিয়ে নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় দায়ের করা হয় এজাহার। এরপর পুলিশ গ্রেফতার করে তাকে। গ্রেফতারের পর রিমান্ড পর্ব শেষে সোমবার তাকে ফের পেশ করা হয় আদালতে। আদালতের নির্দেশে এদিন তাকে প্রেরণ করা হয় হাজতে।