জালালপুরে ৩০ কোটি টাকার ইয়াবা ট্যানলেট উদ্ধার, আটক ৩

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : ৩০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ তিন পাচারকারীকে আটক করল করিমগঞ্জ পুলিশ। পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্ব এক অভিযানে মিজোরাম থেকে পাথারকান্দিতে পাচারের পথে বদরপুরে আটক বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রবিবার বদরপুরের জালালপুর এলাকায়র জাতীয় সড়কে অভিযান চালিয়ে একটি বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ তিন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

জালালপুরে ৩০ কোটি টাকার ইয়াবা ট্যানলেট উদ্ধার, আটক ৩

এএস ০১ ডিএল ১৫১০ নম্বরের চার চাকা ক্রেটা গাড়ির গোপন চেম্বারে থেকে ট্যাবলেট গুলো উদ্ধার করে পুলিশ। অভিযানে পুলিশ মোট এক লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।যার কালোবাজারে মূল্য ৩০ কোটি টাকা হবে বলে জানা গেছে। এদিনের  আটক পাচারকারীরা হল আশরাফ আলি, আব্দুল হান্নান ও প্রদীপ দাস। ধৃতদের মধ্যে দুজনের বাড়ি কাছাড় জেলার কাটিগাড়ার এলাকায়। তারা সেগুলো মিজোরাম থেকে সংগ্রহ করে পাথরকান্দিতে পাচারের মতলবে ছিল। থানায় আটকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

জালালপুরে ৩০ কোটি টাকার ইয়াবা ট্যানলেট উদ্ধার, আটক ৩
জালালপুরে ৩০ কোটি টাকার ইয়াবা ট্যানলেট উদ্ধার, আটক ৩

Author

Spread the News