শিলচরে মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : মারওয়াড়ি সম্মেলনের অন্তর্গত, স্থানীয় ললিত জৈন কমার্স কলেজে রবিবার বিনামূল্যে এক মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। দিগম্বর জৈন সমাজ ও রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ডে শিলচরের যৌথ উদ্যোগে আয়োজিত শিবিরে ৩৫০ জন রোগীর চিকিৎসা করে বিনামূল্যে ঔষধপত্র তুলে দেন আয়োজকরা। এছাড়াও শিবির চলাকালীন মানুষের হিমোগ্লোবিন ও ব্লাড সুগার টেস্ট ও করেন বিশিষ্ট চিকিৎসকরা। স্বাস্থ্য পরীক্ষা শিবির সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি এদিন ধন্যবাদ জ্ঞাপন করেছেন আয়োজক সংস্থার কর্মকর্তারা।
এদিন দিগম্বর সমাজের সভাপতি পবন জৈন, সম্পাদক দিলীপ বিনায়ক, প্রোজেক্ট কনভেনার নিশান্ত জৈন, সংস্থার প্রাক্তন সভাপতি রাজকুমার জৈন, মারওয়াড়ি সম্মেলনের সভাপতি মূলচাঁদ জৈন, মনোজ পাটনী, বিবেক জৈন, অভয় জৈন, ধীরাজ জৈন, ডাঃ অমিত কালোয়ার, ডাঃ মঞ্জরী বর্মা, ডাঃ কিশোর পাল, ডাঃ নবজ্যোতি দে, ডাঃ দেবাঞ্জলী দাস, ডাঙ বিকাশ সিনহা, ডাঃ দেবস্মিতা নাথ, ডাঃ পৌলমী পাল ও ডাঃ অনুষ্কা জৈন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন