ভূমিধসে দু’টি পরিবারের ছয়জনের মৃত্যু

১৩ সেপ্টেম্বর : ভারি বৃষ্টির কারণে বাংলাদেশে ভূমি ধসে মৃত্যু ঘটল ছয়জনের। কক্সবাজার সদরের ঝিলংজা ও  হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পে ব্লক ই-২ ভূমিধসের ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার রাতে ভারি বৃষ্টির কারণে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৪ নম্বর হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পে ব্লক ই-২ ভূমিধসের ঘটনাটি ঘটে। এতে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

টেম্পের হাট মাঝি কোভিদ আহমদ জানান, প্রবল বর্ষণে পাহাড় ধ্বসে মাটি আব্দুর রহিমের ঘরের উপর পড়লে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। ওই সময় ঘরটি দুমড়ে মুছড়ে যায়।

খবর পেয়ে ক্যাম্প প্রশাসন পরিদর্শন করেন। এপিবিএন পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের সদস্যরা লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন- আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াহাদ।

এর আগে বৃহস্পতিবার রাত ২টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখি মনি এবং তার দুই শিশু কন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।

ভূমিধসে দু'টি পরিবারের ছয়জনের মৃত্যু
ভূমিধসে দু'টি পরিবারের ছয়জনের মৃত্যু

Author

Spread the News