আনোয়ার লস্করের উন্নয়নে কাজের এক শতাংশও করতে পারেনি সাজু : আয়েশা সুলতানা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে রাজ্যজুড়ে চলেছে বুথ সম্মেলন। এর অঙ্গ হিসেবে সোনাই বিধানসভা কেন্দ্রের  অন্তর্গত দিদারখোশ, কচুদরম, হাতিখাল ও উত্তর কৃষ্ণপুর জিপি এই চারটি জিপিতে অগপ-র সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরীর উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তব্যে আয়েশা সুলতানা চৌধুরী বলেন, অগপ দলের প্রাক্তন দুইবারের বিধায়ক প্রয়াত আনোয়ার হুসেন লস্করের সার্বিক উন্নয়নে যেসব কাজ করে রেখে গিয়েছিলেন, তা বর্তমান বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া এক শতাংশও করতে পারেনি। আর কংগ্রেস দলের নেতা-মন্ত্রীরা উনাদের শাসনকালে জনসাধারণের সঙ্গে উন্নয়নের নাম করে দুর্নীতি করেছেন।

পরবর্তী সময়ে বিজেপি-এজিপির মিত্র জোটের সরকার আসার পর সুশাসন প্রতিষ্ঠিত হয়। এই সুশাসনের যাত্রাকে অব্যাহত রাখতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সোনাই তথা বরাক উপত্যকার সব কয়েকটি গ্রামে অগপ দলের প্রার্থীকে জয়ী করতে ঝাঁপিয়ে পড়তে হবে। বুথ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সংখ্যালঘু পরিষদের সোনাই কেন্দ্রের উপ সভাপতি সাজা আহমেদ, সম্পাদক লতিফ আহমেদ, সহ-সম্পাদক আলি হাসান, জহিরুল হোসেন সহ অন্যান্যরা।

আনোয়ার লস্করের উন্নয়নে কাজের এক শতাংশও করতে পারেনি সাজু : আয়েশা সুলতানা
আনোয়ার লস্করের উন্নয়নে কাজের এক শতাংশও করতে পারেনি সাজু : আয়েশা সুলতানা

Author

Spread the News