সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচরে চক্ষু পরীক্ষা ও সচেতনতা শিবির
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : জাতীয় চক্ষুদান পক্ষ উদযাপন উপলক্ষে দ্বিতীয় লিঙ্ক রোডস্থিত সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচরে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও সচেতনতা শিবির। শনিবার দুপুরে বেঙ্গালুরুর জেআইএসএস এর অলকা ভিশন কর্মসূচীর উদ্যোগে ও কাছাড় জেলার সক্ষম স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় স্কুল চত্ত্বরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও সচেতনতা শিবির আয়োজিত হয়। অলকা ভিশন প্রোগ্রাম কর্মসূচীতে সহযোগীতার হাত বাড়িয়ে দেয় রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর। এদিন বিদ্যালয়ের অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় পঞ্চাশ জন বিদ্যার্থীদের চক্ষু পরীক্ষা সহ চোখের সমস্যাগুলো পরীক্ষা করেন অপ্টম্ অয়ন ভূঁইয়া। পাশাপাশি বিদ্যার্থীদের প্রয়োজনীয় ওষুধ এবং পরামর্শ প্রদান করেন। এদিনের শিবিরে সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সাধারণ সম্পাদক দেবতোষ চক্রবর্তী, প্রধান আচার্যা সঙ্গীতা রায় চৌধুরী সহ অন্য আচার্যা ও আচার্যারা।
সক্ষম স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাছাড় জেলার সভাপতি শঙ্কর দাস, সম্পাদক মিঠুন রায়, বৈভব দেব এবং রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডঃ রীচা দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজের বিশিষ্ট দুই চিকিৎসক মধুপর্ণা রায় এবং সেলিম। প্রসঙ্গত, জাতীয় চক্ষুদান পক্ষ উদযাপন গত ২৫ আগস্ট থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত।