জন্মদিনে সপুত্র রক্তদান সাংবাদিকের
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : ‘জন্মদিনে রক্তদান’ স্লোগান নিয়ে ‘বদরপুরের রক্তদান আন্দোলনের কর্মীরা’ নামের সংগঠন দীর্ঘদিন যে কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তারই অঙ্গ হিসেবে নিজের জন্মদিনে সপুত্র রক্তদান করলেন সাংবাদিক মৃত্যুঞ্জয় দাস। শিলচর সিভিল হাসপাতালের ব্লাড সেন্টারে শুক্রবার তাঁর ছেলে উদ্ভাস সহ রক্তদান করেন। এদিন কেক কাটা বা অন্যান্য আড়ম্বরবর্জিত এই জন্মদিন পালনে তাঁর সঙ্গে ছিলেন সংগঠণের কর্মকর্তা তথা উত্তর-পূর্বাচলের রক্তদান আন্দোলনের অগ্রণী বরুণ দাশগুপ্ত।
উল্লেখ্য, এই সংগঠন রেলশহর বদরপুর ও সংলগ্ন এলাকা ছাড়াও করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে নিয়মিত রক্তদান শিবির আয়োজন করে যাচ্ছে। ‘উৎসবেও রক্তদান’ ছাড়াও জন্মদিন, মৃত্যদিন, বিবাহবার্ষিকী, বিশেষ দিবস পালনে সংগঠনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় শিবির আয়োজনের মাধ্যমে ইতোমধ্যেই প্রচুর সুনাম অর্জন করেছেন কর্মকর্তারা। এরই অঙ্গ হিসেবে শুক্রবার সংগঠনের প্রাণপুরুষ বরুণ দাশগুপ্তর তৎপরতায় নিজের পঞ্চান্নতম জন্মদিনে তিনি ও তাঁর ছেলে রক্তদান করেন।