পাথারকান্দিতে সেগুন কাঠ বোঝাই মি‌নি ল‌রি আটক

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : পাচা‌রের মু‌খে সেগুন কাঠ বোঝাই মি‌নি ল‌রি বাজেয়াপ্ত পাথারকা‌ন্দি‌তে। গোপন খব‌রের ভি‌ত্তি‌তে মঙ্গলবার গ‌ভির রা‌তে জেলা বন সংমণ্ডলের এ‌সিএফ সামস উ‌দ্দিন লস্কর পাথারকা‌ন্দি ফ‌রেস্ট রেঞ্জ কার্যাল‌য়ের কর্মী‌দের স‌ঙ্গে নি‌য়ে স্থানীয় লাল‌খিরা এলাকায় ওৎ‌পে‌তে ব‌সে থাক‌লে সাফল‌্য আ‌সে। তখন ত্রিপুরা থে‌কে এক‌টি ইন্ট্রা ম‌্যা‌জিক ট্রা‌কে ত্রিপল বে‌ধে ‌চেরা সেগুন কাঠ নি‌য়ে চোরা কারবা‌রিরা ক‌রিমগঞ্জের ‌দি‌কে এ‌গি‌য়ে যাবার চেষ্টা কর‌লে গা‌ড়ি‌টি‌কে চ‌্যা‌লেঞ্জ জানায় বন কর্মীরা। এ‌তে অবস্থা বেগ‌তিক দে‌খে সু‌বি‌ধে বু‌ঝে রা‌তের অন্ধকা‌রে ‌চোরা কারবা‌রিরা সেগুন কাঠ বোজাই ল‌রি‌টি সড়‌কের পা‌শে রে‌খে পা‌লি‌য়ে গা ঢাকা দেয়।প‌রে গাাড়‌টি নি‌য়ে আসা হয় রেঞ্জ কার্যাল‌য়ে।

এ ম‌র্মে এ‌সিএফ লস্কর জানান, বর্তমা‌নে অমৃতবৃক্ষ আ‌ন্দোলন নি‌য়ে চরম ব‌্যস্ততার ম‌ধ্যে রয়েছেন বন কর্মীরা, তবুও সব‌দি‌কে দেখ‌তে হ‌চ্ছে।অ‌বৈধ কাঠ বোঝাই বা‌জেয়াপ্ত গা‌ড়ির মা‌লি‌কের সন্ধান বের ক‌রে এ কা‌ন্ডে প্রয়োজ‌নীয় আই‌নি ব‌্যবস্থা নেওয়া হ‌বে। আটক গা‌ড়ি থে‌কে প্রায় ষাট সিএফ‌টির মত চেরা সেগুন কাঠ বা‌জেয়াপ্ত হয়।যার কা‌লোবাজারী মুল‌্য লক্ষা‌ধিক টাকার মত হ‌বে।

Author

Spread the News