বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা, শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে বিশেষ আলোচনসভা____

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত শেখ হাসিনা সরকারকে যে ভাবে উৎখাত করা হয়েছে , এটা কোনও অবস্থায় মেনে নেওয়া যাওয়া যায় না।একাত্তরের মুক্তিযুদ্ধ-বিরোধী শক্তি যে ভাবে দেশটিকে কব্জা করে নিয়েছে, এর বিরুদ্ধে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।অপশক্তিকে পরাস্ত না হলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। বুধবার , বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩ তম প্রয়াণবার্ষিকীতে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত বিশেষ আলোচনসভায় এই বার্তা উঠে এসেছে।

আলোচনার বিষয় ছিল, “বাংলাদেশে অস্থির পরিস্থিতি এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব।” এতে বক্তব্য উপস্থাপন করেন কবি- সাংবাদিক অতীন দাশ, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে, আমরা বাঙালি নেতা সাধন পুরকায়স্থ, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, সমাজচিন্তক -বাস্তুকার খালিক চৌধুরী, কবি শতদল আচার্য , কবি-সাংবাদিক বিজয়কুমার ভট্টাচার্য, সমাজকর্মী সৌমিত্র দত্তরায়, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। সভা সভাপতিত্ব করেন সঞ্জিত দেবনাথ।

বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা, শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Author

Spread the News