মানসিক বিকারগ্রস্ত যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের বিরুদ্ধে অভিযোগ

পেটানোর ভিডিও ভাইরাল____

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২ আগস্ট : মানসিক ভারসাম্যহীন সন্তানকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক পরিবারের বিরুদ্ধে। বছর ত্রিশের মানসিক বিকারগ্রস্ত যুবককে পেটানোর ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। (ভিডিও যাচাই করেনি বরাক তরঙ্গ)। এমন নৃশংস ঘটনাটি সংঘটিত হয় উত্তর করিমগঞ্জের পুরহুরিয়া গ্রামে। শুক্রবার রাত দশটা নাগাদ বাড়ির পুকুর থেকে সুহেল আহমদ চৌধুরী নামে যুবকটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

ভিডিও দেখে করিমগঞ্জ পুলিশে খবর দেন সমাজকর্মী আবুল কালাম চৌধুরী। পুলিশ পৌঁছে যুবকের মৃতদেহটি পুকুর থেকে উদ্ধার করে। তবে পুকুর থেকে দেহটি উদ্ধার করতে পরিবারের কোন লোক এগিয়ে না আসায় স্থানীয় দুই সাংবাদিক লাশটি উদ্ধার কাজে হাত লাগান। এরপর পুলিশ করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্যে লাশটি পাঠিয়ে দেয়।

মানসিক বিকারগ্রস্ত যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের বিরুদ্ধে অভিযোগ

এ দিকে, খবর পেয়ে পুরহুরিয়া জিপির প্রাক্তন সভাপতি ইসফাক চৌধুরী, প্রাক্তন জেলা পরিষদ  বজলুল চৌধুরী পৌঁছেন। খবরটি ছড়িয়ে পড়লে ভিড় জমে উঠে। পরিলক্ষিত হয়েছে। প্রতিবেদন লেখা অবধি ধরপাকড়ের খবর নেই।

সূত্রের খবর, মানসিক ভারসাম্যহীন সুহেলের উৎপাত সহ্য করতে না পেরে বাবা আব্দুস শহিদ চৌধুরী, মা ও তার মাসী লাঠি দিয়ে মারপিট করেন। এতে সুহেলের শরীর ক্ষত বিক্ষত হয়। প্রচুর রক্তক্ষরণ হয়। মারপিটে  তার হাত ও পা ভেঙেছে বলে জানায় সূত্রটি। তবে সুহেলে দেহ পুকুরে কী ভাবে পৌঁছল তা জানা যায়নি। পুলিশি তদন্তে মূল ঘটনা বেরিয়ে আসবে।

Author

Spread the News