রবিবার বঙ্গভবনে নবারুণ নাট্য সংস্থার দুটি নাটক
বরাক তরঙ্গ, ২ আগস্ট : শিলচরের সমাজ মাধ্যমে কয়েকদিন ধরে ব্যাপক আলোড়নের পরে এ বার এসেছে সেই প্রত্যাশিত মুহূ্রত। আগামী ৪ আগস্ট রবিবার বঙ্গভবনে অভিনীত হতে চলেছে নবারুণ নাট্য সংস্থার দুটি নাটক। সন্ধ্যা ঠিক পৌনে সাতটায় শুরু হবে প্রথম নাটক কাজল। এর পরই খাম্বারাম।
নাটক দুটিরই রচনা ও নির্দেশনায় রয়েছেন চম্পা ভট্টাচার্য। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় এ মাসের নাটকে নবারুণের উপস্থাপনা উপভোগের জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন সম্মেলনের সাংস্কৃতিক সম্পাদক অভিজিত ধর। এই দুই নাটক নিয়ে কয়েকদিন ধরেই উচ্ছ্বাস প্রকাশ করে চলেছেন শহরের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব এবং নাট্যমোদী জনগণ। এর প্রতিক্রিয়ায় অনেকেই বঙ্গভবনে গিয়ে নবারুণের নাটক দেখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।