শিলচরে জ্যোতির্গময় পূর্ব দিগন্ত সাহিত্য উৎসব শুরু, চারটি বইয়ের উন্মোচন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : নতুন দিগন্ত প্রকাশনী ও পশ্চিমবঙ্গের রাইটার্স ওয়ার্ল্ডের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী জ্যোতির্গময় পূর্ব দিগন্ত সাহিত্য উৎসবের সূচনা হল। শনিবার  শিলচরের এক আভিজাত্য হোটেলে দেশ-বিদেশ থেকে আগত   কবি-সাহিত্যিক ও লেখকদের উপস্থিতিতে এক আমিও বিশ্বাস করি ঝাঁক-ঝমক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন দিগন্ত প্রকাশনী ও পশ্চিমবঙ্গের বিখ্যাত লেখকদের সংগঠন রাইটার্স ওয়ার্ল্ডের যৌথ ব্যবস্থাপনায় বই প্রকাশনী ও সাহিত্য বিষয়ক আলোচনা সভার সূচনা করেন শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ।

শ্রীমদ্ভগবদগীতা শ্লোক পাঠের মধ্য দিয়ে মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু করেন শিলচর ভোলাগিরি আশ্রমের কর্মাধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ। উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা লেখক-কবি-সাহিত্যিক ডা. তপোধীর ভট্টাচার্য, ডা. সুমিতা ঘোষ, কবি চন্দ্রিমা দত্ত সহ কলিকাতার রাইটার্স ওয়ার্ল্ডের সভাপতি স্বপন ভট্টাচার্য, সম্পাদক সুরঙ্গমা ভট্টাচার্য, সুমিতাভ ঘোষাল, দেবাশিস বন্দোপাধ্যায়, অনীক চন্দ্র, সার্থক রায় চৌধুরী, কানাইলাল জানা, রাজীব ঘাঁটী, নূরুল ইসলাম, মনোরঞ্জন মণ্ডল, রীতা মিত্র, দেবাশিস মল্লিক, বিপ্লব চক্রবর্তী, নীলম গঙ্গোপাধ্যায় সহ আরো অন্যান্য কবি-লেখকেরা।

শিলচরে জ্যোতির্গময় পূর্ব দিগন্ত সাহিত্য উৎসব শুরু, চারটি বইয়ের উন্মোচন

এদিন জ্যোতির্গময় পূর্ব দিগন্ত সাহিত্য উৎসবের মঞ্চে প্রথমে স্বাগত বক্তব্য রাখেন নুতুন দিগন্ত প্রকাশনীর স্বর্তাধিকারী তথা লেখক-কবি-সাহিত্যিক ও প্রকাশক মিতা দাস পুরকায়স্থ। বক্তব্যে শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, সনাতন ধর্মের সঙ্গে সাহিত্যের যোগ রয়েছে সৃষ্টির থেকে, সাহিত্যচর্চার মধ্য দিয়ে সামাজিক ও সাংস্কৃতিক সেতুবন্ধনের সূচনা হয়। মিতা দাস পুরকায়স্থের এই রকম অনবদ্য প্রয়াস আজকের দিনে খুব কমই দেখা যায়, তাঁকে আন্তরিক সাধুবাদ জানান তিনি। শিলচর ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ বলেন, বর্তমান দিনে ধর্মের সঙ্গে সাহিত্যের আলোচনা ও প্রচারের প্রয়োজনীয়তা রয়েছে, এই দুইটিই মানুষের মধ্যে মানুষের আন্তরিকতার সঞ্চার ঘটাবে, ঘটাবে ভালোবাসা। কলমযুদ্ধারা চিরকাল সুন্দর পরিবেশের সৃষ্টির কাজে রত রয়েছেন।

শিলচরে জ্যোতির্গময় পূর্ব দিগন্ত সাহিত্য উৎসব শুরু, চারটি বইয়ের উন্মোচন

আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা লেখক-কবি-সাহিত্যিক তপোধীর ভট্টাচার্য বলেন, বাঙালির জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল ইতিহাসের বৃহত অধ্যায় জুড়ে রয়েছে বাংলাদেশের একুশে ফেব্রুয়ারি ও বরাকের ১৯শে মে। আমাদের প্রাণের ভাষা, মায়ের ভাষা, শ্রেষ্ঠ ভাষা, বাংলা ভাষা। এই ভাষা আজ বিশ্ব দরবারে বহু আলোচিত, বহু প্রশংসিত একটি ভাষা। এই বাংলা ভাষা প্রতিষ্ঠা করতে গিয়ে শূন্য হয়েছে অনেক মায়ের কোল, ঝরেছে বহু রক্ত, ব্যয় হয়েছে অনেক সময় এবং শ্রম।তাই বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে বাংলা ভাষা জয় করে নিয়েছে অসংখ্য মানুষের হৃদয়। সেদিন সঙ্গীতানুষ্ঠান ও কবিতা পাঠ সহ ধীরজ নাথ, লুৎফর রহমান লস্কর, রসেন্দ্র দে প্রমুখ লেখকদের মোট চারটি পুস্তুক উম্মোচন হয়। উপস্থিত সবাই নিজ-নিজ বক্তব্যে কলিকাতার লেখকদের বিখ্যাত সংগঠন রাইটার্স ওয়ার্ল্ড ও নতুন দিগন্ত প্রকাশনীর সাহিত্যচর্চা ও সাহিত্যের বিকাশের জন্য এই প্রয়াসকে এক ঐতিহাসিক প্রয়াস বলে মত প্রকাশ করেন।

Author

Spread the News