সোনাইয়ে গোলের বন্যা রাইজিং রে-র
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : সোনাইয়ে বাসারত আলি ও নিজাম উদ্দিন মজুমদার মেমোরিয়েল প্রাইজমানি ওপেন ফুটবল টুর্নামেন্টে গোলের বন্যায় ভাসিয়ে দিল রাইজিং রে ফাউন্ডেশন চান্দপুর। শনিবার তারা ৪-০ গোলে হারায় হাওয়াইথাঙের ফ্রেঞ্চনগর ইয়ং স্টার ক্লাবকে। খেলায় হ্যাটট্রিক করেছেন সাবপাদীপ গোহা। গোল করেন ৪, ১২ ও ২৭ মিনিটে। ৩২ মিনিটে গোল করেন মার্শাল লেপসানা।
এ দিন খেলা পরিচালনা করেন শহিদ চৌধুরী, জাফর বড়ভূইয়া, বদরুজ্জামান ও মিফতা উদ্দিন। আগামীকাল ইয়ং ব্রাদার্স কাজিডহর খেলবে সন অব সোনাই এর বিরুদ্ধে।