বড়খলা সেন্ট্রাল ব্যাঙ্কের গ্রাহকরা হয়রানির শিকার, প্রতিবাদ

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২২ জুলাই : বড়খলার অধিকাংশ জনগণের ব্যাঙ্কিং লেনদেনের একমাত্র ভরসা সেন্ট্রাল ব্যাঙ্ক। কিন্তু ব্যাঙ্কের পরিষেবা নিয়ে ক্ষুব্ধ। বিভিন্ন ভাবে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন। সোমবার গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন। ব্যাঙ্কে এসে মাসের পর মাস একই সমস্যার মুখে পড়লে তীব্র প্রতিবাদ জানান। কেওয়াইসি, পাসবুক আপডেট, আদার লিঙ্ক, নাম সংশোধন করতে গ্রাহকদের কষ্টের সীমা নেই। কারও তিন মাস, কারও বছরদিন অতিক্রান্ত হলেও সমাধান হয়নি বলে অভিযোগ তুলেন। এসব কারণে গ্রাহকরা টাকা তুলতে নানা সমস্যার মুখে পড়ছেন।

এ ছাড়াও লিঙ্ক নেই, কোনও সময় স্টাফ নেই, মর্জিমাফিক ব্যাঙ্কের কর্মচারীরা ব্যাঙ্কে আসেন বলে অভিযোগ তুলেন গ্রাহকরা। সমস্যাগুলো তুলে ধরে সেন্ট্রাল ব্যাঙ্কের উর্ধ্বতন কর্তৃপক্ষ, কাছাড়ের জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেন সাজ্জাদ আহমেদ বড়ভূইয়া, মাধবি আচার্য, আসাই মিয়া, রুনা বেগম, আপিয়া বেগম প্রমুখ।

Author

Spread the News