অসম-মেঘালয়ের সীমান্ত থেকে উদ্ধার মদ, আটক চালক
বরাক তরঙ্গ, ৯ জুলাই : কাছাড়ে বৃহৎ পরিমাণ মদ উদ্ধার করেছে আবগারি বিভাগ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে অসম-মেঘালয়ের সীমান্ত থেকে উদ্ধার করা হয়। আটক করা হয় লরি চালককে।
সংবাদ মাধ্যমে আবগারি বিভাগের অধীক্ষক শান্তনু হাজরিকা জানান, বিদেশি মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গুমড়া জালালপুরে একটি লরি থেকে ৭০ কার্টন মদ বাজেয়াপ্ত করা হয়। যার বাজারমূল্য হবে ৫ লক্ষ টাকা হবে বলে জানান তিনি।