মঙ্গলবার শিলচরে অনুষ্ঠিত হবে হাজার কণ্ঠে ‘মায়াবিনী


বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : শিলচর ডিএসএ ময়দান প্রস্তুত হচ্ছে এক বিশেষ আবেগঘন অনুষ্ঠানের সাক্ষী হতে। আগামী ১৮ নভেম্বর মঙ্গলবার প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের জন্মদিন তাঁর অনুপস্থিতিতেই উদযাপন করতে চলেছে “কালচারেল ফেটারনিটি অব বরাক ভ্যালি”। আয়োজকদের পক্ষ থেকে বরাক উপত্যকার প্রতিটি সঙ্গীতপ্রেমী মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে—এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থেকে জুবিনকে সম্মান জানানোর জন্য। জানা গেছে, এদিন জুবিন গর্গের জনপ্রিয় গান ‘মায়াবিনী’ বাংলা ও অসমিয়া—দুই ভাষাতেই পরিবেশন করা হবে, যা হবে প্রয়াত শিল্পীর প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি।

রবিবার সাংবাদিকসম্মেলন করে আয়োজকরা জানান, ভারত কণ্ঠ শিল্পী দেবজিত সাহা, ইন্ডিয়ান আইডল খ্যাত মৈথিলী সোমরাও শামিল হবেন এই অনুষ্ঠানে। সঙ্গে জন্মদিন উপলক্ষে কাটা হবে কেকও ।
কেক কাটবেন শৈশবে শ্রীভূমিতে থাকাকালীন জুবিনের প্রিয় শিক্ষিকা “মিঠু মিস” ওরফে রত্না আদিত্য।

অনুষ্ঠানে বরাকের বিভিন্ন স্কুল–কলেজ থেকে আগত প্রায় ১০ হাজার শিল্পী অংশগ্রহণ করবেন বলে আশা করছেন উদ্যোক্তারা। তাঁদের মতে, জুবিনের আদর্শ, তাঁর সুরের শক্তি, এবং তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বার্তাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজনকে সফল ও সার্থক করে তুলতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন উদ্যোক্তারা। জুবিন গর্গের স্মৃতিতে এই অনুষ্ঠানে ভেসে উঠবে সুর, আবেগ এবং মানুষের একাত্মতার বার্তা—এমনটাই আশা বরাক ভ্যালির সাংস্কৃতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *