ত্রিপুরায় ভোটকেন্দ্ৰে মানবতার নির্দশন সিআরপিএফ জওয়ানের, সম্মাননা

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : মানবতার নির্দশন ! ভোট দিচ্ছেন সদ্যোজাতের মা আর সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে বশে সামলাচ্ছেন ভোট কেন্দ্রের নিরাপত্তা দায়িত্বে থাকা এক সিআরওইএফ কর্মী। পূর্ব ত্রিপুরার যুব রাজনগরের উপ্তাখালি পঞ্চায়েত অফিসের একটি বুথ কেন্দ্রের ওই ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। জানা যায় শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা এক মহিলা ভোটারকে সাহায্য করেছিলেন মণ্টু বরা নামের ওই জওয়ান। ছবিটি  রাজ্য পুলিশ প্রশাসনেরও দৃষ্টি আকর্ষিত হয়।

শনিবার উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ওই জওয়ানকে সংবর্ধিত করেন। মণ্টু বরা, সিআরপিএফ–এর ১২৪ নং ব্যাটালিয়নের হেড কনস্টেবল। তাঁর বাড়ি অসমের বরপেটায়। তাঁর ডিউটি ছিল ৩৩/৫৭ বিধানসভা কেন্দ্রের উপ্তাখালি পঞ্চায়েত অফিসে। ওই কেন্দ্রে ছিল মহিলাদের দীর্ঘ লাইন। তার মধ্যে এক মহিলা ছিলেন কোলে একটি শিশুসন্তান নিয়ে। মহিলাটি লাইনে দাঁড়িয়েছিলেন ভোট দিতে। কিন্তু বেশ কষ্ট হচ্ছিল তাঁর। শিশুটি মণ্টু বরার কোলে নিয়ে বসে থাকেন আর শিশুটির মা ভোট দান করেন। এতে তাঁর ডিপার্টমেন্ট খুশি হয়ে আড়াই হাজার টাকা পুরস্কারে ঘোষিত করে। এছাড়া উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বিশেষ সম্মাননায় ভূষিত করেন তাঁকে।

Author

Spread the News