কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত কাছাড়ের বিভিন্ন অঞ্চল

বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কাছাড় জেলার বিভিন্ন অঞ্চল। শিলচর শহরতলী কনকপুর, বেরেঙ্গা, উত্তর কৃষ্ণপুর সহ শ্রীকোণা, বড়খলার কিছু এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের চাল উড়িয়ে নিয়েছে অনেকের। ভেঙে পড়েছে গাছপালা সহ বিদ্যুতের খুঁটি। ব্যাপক ক্ষতি হয়েছে শ্রীকোণা বড়বাজার ও শানিমন্দির এলাকা। শ্রীকোণা বড় বাজারে চারটি ও শানিমন্দি এলাকায় একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। প্রকাণ্ড দু’টি গাছ পড়ে শ্রীকোণা মোহনপুর প্রধান সড়ক বন্ধ হয়ে যায়। বেশ কয়েকটি বাড়ি ও দোকানের উপর গাছ ভেঙে পড়ার খবর পাওয়া যায়। এক কথায় বিধ্বংসী ঝড়ে তছনছ করে দিয়েছে অঞ্চল।

কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত কাছাড়ের বিভিন্ন অঞ্চল
কনকপুরের ছবি।

কাল বৈশাখির ঝড়ে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করছে সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি। কমিটির সম্পাদক সুভাষ দেব সার্ভে করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা ও তাড়াতাড়ি বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

Author

Spread the News