ছোট দুধপাতিলের রামনবমী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : প্রতি বছরের ন্যায় এবারও ছোট দুধপাতিল গ্রান্টের অন্তর্গত শ্রীশ্রী চণ্ডী মন্দির প্রাঙ্গণে রামনবমী উপলক্ষে চারদিনব্যাপী বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চণ্ডী মাতার বার্ষিক উৎসবকে ঘিরে গোটা এলাকা এক উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছে।১৪ থেকে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত মন্দিরে চণ্ডীপাঠ ও পূজার আয়োজন করেছেন মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা। মহাষষ্ঠীর দিন থেকে চারদিনব্যাপী বার্ষিক উৎসবের সূচনা করা হয়। মহা সপ্তমীতে মন্দিরে পূজার্চনা যজ্ঞ ও অঞ্জলী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাষ্টমী উপলক্ষে মঙ্গলবার মায়ের পূজার সঙ্গে কুমারী পূজা হয় মন্দির প্রাঙ্গনে এবং বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের পাশাপাশি  বিকেলে চণ্ডী পাঠের আয়োজন করা হয়। বুধবার মহানবমী পূজা শেষে দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

ঐতিহ্যবাহী এই চণ্ডী মন্দিরের বার্ষিক উৎসবকে ঘিরে মন্দিরের ইতিহাস ও তাঁর বর্তমান প্রক্ষাপট তুলে ধরে চারদিনব্যাপী উৎসবকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। এদিন মন্দির কমিটির সভাপতি সমীরণ গোয়ালা, পূজা কমিটির সভাপতি ভানু দুষাদ, সহসভাপতি ভুবনেশ্বর কালোয়ার, সম্পাদক শিবকুমার আকুরা, সহসম্পাদক রবীন্দ্র দাস সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Author

Spread the News