শিলচর শহরে জমে ওঠেছে চৈত্র সেল ও ঈদের বাজার

শিলচর শহরে জমে ওঠেছে চৈত্র সেল ও ঈদের বাজার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : শিলচরে চৈত্র সেল জমে উঠেছে। বিশেষ করে সামনে ঈদ হওয়ায় বাজারও গরম হয়ে উঠে। শিলচরে রিডেকশন সেলে কেনাকাটা করার জন্য কাছাড় জেলার বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন।শহরের ফাটক বাজার, গোপালগঞ্জ মার্কেট সহ শিলচরের বিভিন্ন শপিংমলে ক্রেতারা আনন্দের সঙ্গে চৈত্র বাজার সহ ঈদের বাজার কেনাকাটা করতে দেখা যায়। হাতে মাত্র আর কয়েকদিন বাংলা নববর্ষ ও সামনে ঈদ থাকার জন্য ইসলাম ধর্মালম্বী লোকরা কেনাকাটায় ব্যস্ত রয়েছেন। ক্যাপিটেল পয়েন্ট থেকে প্রেমতলা পয়েন্ট পর্যন্ত ফুটপাতের দুই ধারে ব্যবসায়ীরা বিভিন্ন ধরণের সাজ সামগ্রীর দোকান যেমন কাপড়, বাসন, জুতা দোকান সাজিয়ে বসেছেন।

এ দিকে, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁরা বলেন এবার চৈত্রের সেল ভালোই যাচ্ছে। রমজান মাস ও চৈত্র সেল একসঙ্গে হয়ে যাওয়ার কারণে বাজার মোটামুটি ভালো। কিন্তু ট্রাফিক সমস্যা নাজেহাল শিলচর শহরবাসী। ট্রাফিক সমস্যার কারণে অনেক ক্রেতারা দূর থেকে আসতে অনেক সমস্যা সম্মুখীন হতে হয়।

শিলচর শহরে জমে ওঠেছে চৈত্র সেল ও ঈদের বাজার

Author

Spread the News