গুচ্ছ পরিকল্পনা নিয়ে মার্চ থেকেই শুরু হচ্ছে নিরাময়-এর যোগ দিবসের কর্মসূচি

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই যোগ দিবস-এর কর্মসূচি শুরু করছে শিলচর নিরাময় চ্যারিটেবল ট্রাস্ট ও  স্কুল অব যোগ এডুকেশন। ইতিমধ্যে তৈরি হয়ে গেছে রূপরেখা। সোমবার, এ ব্যাপারে জানিয়েছেন নিরাময়ের ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য। তিনি জানান, গেল বছর সচেতনতা, কর্মশালা, সার্টিফিকেশন প্রোগ্রাম, উইমেন্স স্পেশাল যোগ সেশন সবমিলিয়ে অনলাইন-অফলাইন শতাধিক কর্মসূচি হয়েছে। এবারও ব্যতিক্রম নয়। তবে, এ বছর কিছু বাড়তি প্রোগ্রাম রয়েছে। 

ডিরেক্টরের কথায়, ভারত সরকারের যোগ সার্টিফিকেশন বোর্ডের স্বীকৃত প্রতিষ্ঠান নিরাময়। তাছাড়া, ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশন ও পরমানন্দ যোগ-এর অনুমোদন রয়েছে। ফলে, একটা সঠিক কর্ম পরিকল্পনার মধ্য দিয়ে চলছে সংস্থা। ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশনের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গুরুজি শ্রীশ্রী রবিশঙ্কর ও প্রেসিডেন্ট গুরু মা হংসাজি যোগেন্দ্র সহ বাকি যোগ গুরুরা সমাজের চারদিকে, ঘরে ঘরে যোগের আলো পৌঁছনোর লক্ষ্য হাতে নিয়েছেন। সেই সংকল্প পূরণে ব্রতী নিরাময়ও। ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল সুবোধ তিওয়ারি পরামর্শ দিয়ে যাচ্ছেন। অ্যাসোসিয়েশনের আসাম চ্যাপ্টারের অংশ থাকায় সময় সময় উৎসাহ দিছেন সেক্রেটারি মৌসুমী বরপূজারীজি’ও। ফলে সুদূরপ্রসারী ভাবনায় এগোচ্ছে নিরাময়।

গুচ্ছ পরিকল্পনা নিয়ে মার্চ থেকেই শুরু হচ্ছে নিরাময়-এর যোগ দিবসের কর্মসূচি
ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য।

ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশন আসামের মুখ্য সংযোজক শতাক্ষী জানান, ২০২৩ সালে  অনেক কর্মশালা হয়েছে। এসবে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হবে এ বার। রয়েছে সংবর্ধনা পর্বও। সবমিলিয়ে সবাইকে সঙ্গে নিয়ে যোগ দিবস উপলক্ষে অনুষ্ঠানকে সর্বাংসুন্দর করে তুলতে প্রস্তুত টিম নিরাময়।
প্রসঙ্গত, ২০২৩ সালে যোগ দিবসের সব অনুষ্ঠান মিলিয়ে ১০ হাজারেরও বেশি প্রার্থীকে যোগ অনুশীলনে শামিল করতে সক্ষম হয়েছিল নিরাময়।

Author

Spread the News