মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধরনা টিএসএফের, গ্রেফতার
বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : ককবরকের পরিবর্তে রোমান ভাষায় পরীক্ষার দাবিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধরনা টিএসএফের।পরিস্থিতি সামলাতে অকুস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী।ত্রিপুরা রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষাভাষী ছাত্রছাত্রীদের রোমান ভাষায় পরীক্ষা দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরা ধর্মঘটের অঙ্গ হিসেবে সোমবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল টিএসএফ সমর্থিত ছাত্রছাত্রীরা।
তাঁরা প্রায় কুড়ি মিনিট মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী সহ পুলিশ আধিকারিকরা।তাঁরা প্রথমে সমবেত ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। কিন্তু এতে কাজ না হওয়াতে পরে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। এই সময় পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের ধস্তাধস্তি হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে টিএসএস ছাত্রছাত্রীরা কিভাবে সমবেত হতে পারল তা নিয়ে প্রশাসনের গোয়েন্দা বিভাগ এবং পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।