রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ফের করিমগঞ্জ সিভিলে উত্তেজনা ও ভাঙচুর

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ফের করিমগঞ্জ সিভিল হাসপাতালে উত্তেজনা ও ভাঙচুর হল। এক মহিলা রোগীর মৃত্যুকে ঘিরে এ ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে।

জানা গেছে, করিমগঞ্জ শহর সংলগ্ন সরিষা এলাকার দুই সন্তানের মাতৃ ঊষা বর্মণ করিমগঞ্জ সিভিল হাসপাতালে জন্ম নিয়ন্ত্রণ করতে এসেছিলেন। ডাঃ একে বিশ্বাসের ভুল চিকিৎসার জন্য মহিলার মৃত্যু ঘটেছে বলে অভিযোগ মৃতের পরিবারের। হাসপাতালের প্রসূতিকক্ষে মৃত মহিলাকে রেখে তালা বন্ধ করে চলে যান ডাক্তার নার্সরা। এনিয়ে হাসপাতালে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। উত্তেজিত আত্মীয়রা হাসপাতালে ভাঙচুর করেন।

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ফের করিমগঞ্জ সিভিলে উত্তেজনা ও ভাঙচুর

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন সদর থানার ওসি, ম্যাজিস্ট্রেট রংবামন তেরং। ম্যাজিস্ট্রেট ও সদর সার্কল অফিসার পুরো ঘটনাটি খতিয়ে দেখছেন। পাশাপাশি মৃত পরিবারের পক্ষ থেকে করিমগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হবে বলে জানা যায়। তবে ডাক্তারের কোনও মন্তব্য জানা যায়নি।

Author

Spread the News