শনিবার অসমে আসছেন প্রধানমন্ত্রী মোদি

আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : দু’দিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুয়াহাটিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। শুক্রবার প্রধানমন্ত্রীর সফরের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

উদ্বোধন করেন ১১,৫৯৯ কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্প, রাখবেন ভাষন_____

পৌঁছে প্রথমে তিনি গুয়াহাটির অটল বিহারী বাজপেয়ী ভবনে রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠকে যোগ দেবেন এবং ব্রহ্মপুত্র রাজ্য গেস্ট হাউসে রাত্রিযাপন করবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

এ দিন দিসপুরের লোকসেবা ভবনে মিডিয়াকে সম্বোধন করে মুখ্যমন্ত্রী শর্মা বলেন, ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রী মোদি খানাপাড়া পশুচিকিৎসা মাঠ থেকে রাজ্যের নাগরিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। তিনি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের ১১,৫৯৯ কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্প উন্মোচন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৪৯৮ কোটি টাকারও বেশি PM-DevINE স্কিমের অধীনে মা কামাখ্যা করিডোরের ভিত্তি স্থাপন করবেন। তবে জমির খরচ রাজ্য সরকার বহন করবে। আপনি জানেন, একটি নতুন বিশ্বমানের শহরের উপকণ্ঠে “কপো ফুল” (ঘুঘুর ফুল) এর মতো টার্মিনাল তৈরি করা হচ্ছে। এই নতুন টার্মিনালটি তৈরি হলে রাজ্যে পর্যটকদের সংখ্যা বাড়বে। জুলাইয়ের মধ্যে, আমরা টার্মিনালটি প্রস্তুত হয়ে যাবে বলে আশা করছি। জনসাধারণের জন্য।  গুয়াহাটি এলজিবিআই বিমানবন্দর থেকে গোরোল-ধারাপুর চারিয়ালি হয়ে নতুন টার্মিনাল পর্যন্ত ৬-লেনের রাস্তা তৈরি করার পরিকল্পনা করছে।”

শনিবার অসমে আসছেন প্রধানমন্ত্রী মোদি

এ দিকে, প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রতিটি কেন্দ্রে তৎপর হয়ে উঠেছে দল। মন্ত্রী পীযূষ হাজরিকা এবং জয়ন্ত মল্ল বরুয়া হেলিকপ্টারে মঙ্গলদৈ পৌঁছেছেন। মঙ্গলদৈ জেলা বিজেপি কার্যালয়ে পীযূষ হাজরিকা, জয়ন্ত মল্ল বরুয়া ও চন্দ্রমোহন পাটোয়ারী উপস্থিত হয়ে এক সভা আয়োজন করেন। প্রধানমন্ত্রীর সভায় অসমের সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান পীযূষ হাজরিকা।

Author

Spread the News