জ্ঞানবাপী মসজিদে পুজোর অনুমতি আদালতের
৩১ জানুয়ারি : জ্ঞানবাপী মসজিদের সিল করা তহখানায় হিন্দুদের পুজো করার অনুমতি দিল আদালত। বুধবার বারাণসীর জেলা আদালত এই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে পুজোর আয়োজনের জন্য ব্যবস্থা করতে বলেছে বারাণসীর জেলা প্রশাসনকে।
হিন্দু পক্ষের তরফে বুধবার আদালতে হাজির ছিলেন আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন। তিনিই জানান, আদালতের রায়ের কথা। জৈন বলেন, ‘ব্যাস কা তহখানা’য় হিন্দুদের প্রার্থনা করার যাবতীয় আয়োজন করতে হবে জেলা প্রশাসনকে। সাত দিনের মধ্যেই ওই ব্যবস্থা করতে হবে।
২৫ জানুয়ারি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছিল, জ্ঞানবাপী মসজিদের বর্তমান কাঠামোর আগে ওই চত্বরেই বড় হিন্দু মন্দিরের উপস্থিতির প্রমাণ পেয়েছে তাঁরা। এর পাশাপাশি মসজিদের নতুন এবং পুরনো কাঠামোতে দেবনাগরী লিপিও পাওয়া গিয়েছে। এবিষয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিল তাঁরা। এর মধ্যেই জ্ঞানব্যাপী মামলায় বিশেষ নির্দেশ দিল বারাণসীর জেলা আদালত। খবর : আজকাল ডট ইন।