নয়া পরিবহন আইন : রাজ্যজুড়ে চাকা বন্ধের ডাক চালক সংস্থার
বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : নয়া পরিবহন আইনের বিরোধীতায় দেশের চালকরা। শুক্রবার রাজ্যে ৪৮ ঘন্টা কর্মবিরতির ডাক দিল মটোর শ্রমিক ইউনিয়ন। আগামীকাল ভোর পাঁচ থেকে আট চল্লিশ ঘন্টার চাকা বনধ রেখে কর্মবিরতি হাতে নিয়েছে সদৌ অসম মোটর শ্রমিক যুগ্ম পরিষদ সহ অন্যান্য সংস্থার যৌথ মঞ্চ। চালকরা হট অ্যান্ড রান নয়া পরিবহন আইনের বিরোধীতায় কর্মবিরতি পালন করবেন।
সংস্থার কর্মকরতারা বলেন, দুর্ঘটনা সব সময় অজান্তে হয়। স্বজ্ঞানে সাধারণত কেউ দুর্ঘটনায় জড়ায় না। আচমকা ঘটে বলেই এটা দুর্ঘটনা। কিন্তু এর ফলে ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে সেটা একপ্রকার অত্যাচার। কেননা যে ট্রাক বা বাস চালকের ১০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার ক্ষমতা থাকবে সেই ব্যক্তি গাড়ি চালাবে কেন। এর প্রয়োজনই নেই। অন্যদিকে বলা হচ্ছে দুর্ঘটনায় জড়িত চালকের দশ বছর জেল হবে। এই সময় সেই গরীব পরিবারের ভরণ পোষণের দায়িত্বকে নেবে। কেন্দ্র সরকার এসব বিবেচনা না করেই আইন বলবত করছে। ফলে ট্রাক, বাস চালাতে এখন চালকরা ভীত সন্ত্রস্ত। ছবি প্রতীকী।