ইজরায়েলের প্রধানমন্ত্রীর বাড়িতে ফের হামলা
১৮ নভেম্বর : ফের হামলা চালানো হল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) বাড়িতে। পরপর দুটি বোমা এসে পড়ে নেতানিয়াহুর বাড়ির বাগানে। যদিও সেই সময়ে নেতানিয়াহু বা তাঁর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। কোনও ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি। মাসখানেক আগেই তাঁর বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো চালানো হয়েছিল।
শনিবার উত্তর ইজরায়েলের সিজারিয়াতে (Caesarea) অবস্থিত নেতানিয়াহুর বাসভবনে হামলাটি চালানো হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাটজ। তিনি এই ঘটনাকে ‘সমস্ত সীমা অতিক্রান্ত’ বলে উল্লেখ করে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ইরান এবং তার সহযোগী দেশগুলির ইজরায়েলের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করছে। বারবার নিজের বাড়িতেই এইভাবে হুমকির সম্মুখীন হওয়া সম্ভব নয়।’ নিরাপত্তা ও বিচার বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।