জাপান এয়ারলাইন্সের ধাক্কা উপকূলরক্ষী বাহিনীর বিমানে, আগুন নিয়ে অবতরণ

২ জানুয়ারি : টোকিয়োর হানেদা বিমানবন্দরে অবতরণের সময় আগুন লেগে গেল জাপান এয়ারলাইন্সের এক বিমানে। বিমানে সওয়ার ছিলেন প্রায় ৪০০ জন যাত্রী। জাপানের টোকিয়ো-হানেদা বিমানবন্দরের ঘটনা। মঙ্গলবার উপকূলরক্ষী বাহিনীর বিমানের সঙ্গে যাত্রীবাহী বিমানের ধাক্কা লাগে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বিমানটির নীচের অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই অবস্থাতেই সেটি রানওয়ে ধরে এগিয়ে চলেছে থামার জন্য।

উপকূলরক্ষী বাহিনীর বিমানের সঙ্গে যাত্রীবাহী বিমানের ধাক্কায় আগুন জ্বলে যায় যাত্রীবাহী বিমানটিতে। বিমানে সওয়ার প্রায় ৪০০ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। অন্যদিকে, উপকূলরক্ষী বাহিনীর বিমানে ছ’জন ছিলেন। এক জনকে উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচ জনের এখনও খোঁজ মেলেনি।

জাপানের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, যখন যাত্রীবাহী বিমানটি রানওয়েতে অবতরণ করছিল, ঠিক তখন অনেক বেশি গতিতে ছিল এয়ারবাস এ৩৫০ বিমানটি। সে কারণে ধাক্কা লেগে দাউদাউ করে আগুন ধরে যায়। যাত্রীবাহী বিমানটি ছিল জাপান এয়ারলাইনসের।

Author

Spread the News