কাছাড়ে পক্ষকালের কুষ্ঠরোগ শনাক্তকরণ অভিযানের সূচনা

বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : কাছাড় জেলায় শুরু হল পক্ষকালব্যাপী কুষ্ঠরোগ শনাক্তকরণ অভিযান। বৃহস্পতিবার জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন অতিরিক্ত জেলা আয়ুক্ত ড০ খালেদা সুলতানা আহমেদ। জেলা ম্যাজিস্ট্রেট তথা বিভাগীয় শাখা আধিকারিক জুনালি দেবী, জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন, জেলার কুষ্ঠরোগ রোগ নিরাময় কর্মসূচির নোডাল অফিসার ডাঃ সন্দীপ রায়, এন এইচ এমের জেলা কর্মসুচি প্রবন্ধক রাহুল ঘোষ, ডিএম ই ড০ গুলবাহার রাজ প্রমুখের উপস্থিতিতে পতাকা নেড়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। কর্মসূচির অধীনে জেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিভাগীয় পরামর্শদাতারা এনিয়ে ব্যাপক সচেতনতা অভিযান চালিয়ে যাবে। সচেতনতার অঙ্গ হিসেবে কুষ্ঠরোগ ও এর লক্ষন এর প্রতিকার নিয়ে আলোচনা করা হবে।

একইভাবে গ্রামস্তরে আশাকর্মীরা জেলার প্রতিটা ঘরে ঘরে পরিদর্শন করে ১৯.৪ লক্ষ মানুষের মধ্যে কুষ্ঠরোগ শনাক্তকরণের কাজ করবে। শিক্ষা প্রতিষ্ঠানে ও ঘরে শনাক্ত হওয়াদের নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পুনরায় এর পরীক্ষা করে বিনামূল্যে চিকিৎসার বিহিত ব্যবস্থা নেয়া হবে। এই অভিযান চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News