ভাগা-শেরখান সড়কে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত চারজন

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৩১ ডিসেম্বর : বছরের শেষদিনে ভাগা-শেরখান সড়কের শ্যামাচরণপুর এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বিপরীতমুখী দুটি দ্রুতগতির বাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৮টা নাগাদ শ্যামাচরণপুর এলাকায় ভাগা-শেরখান সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি বাইকের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় বাইক দু’টি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায় এবং দুটি বাইকে থাকা চারজন আরোহী রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। দুর্ঘটনায় আহতরা হলেন দক্ষিণ ধলাইয়ের জামালপুর গ্রামের বাসিন্দ সহিদ আহমদ লস্কর, রবিজুল আলি লস্কর ও আজাদ হোসেন বড়ভূইয়া এবং শ্যামাচরণপুর গ্রামের বাসিন্দা জিয়াউল হক লস্কর।

ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকরা সহিদ আহমদ লস্কর ও রবিজুল আলি লস্করের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে চারজনকেই উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায় এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট সড়কে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মোটরবাইক সহ বিভিন্ন বাহন দ্রুতগতিতে চলাচল করে। এতে প্রায় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা সংখ্যার হ্রাস করতে প্রশাসনের  দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় মানুষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *