জাতীয় শিশু বিজ্ঞান সমারোহে স্থান পেল বদরপুরের খুদে বিজ্ঞানী মহসিনা

বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : বদরপুর প্রোগ্রেসিভ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী উমামা মহসিনা অংশ নিতে যাচ্ছে ৩১ তম জাতীয় বিজ্ঞান সমারোহে। হাফলংয়ে অনুষ্ঠিত জাতীয় শিশুবিজ্ঞান কংগ্রেসে অংশ নিয়ে রাজ্য স্তরে আলোড়ন সৃষ্টি করস প্রগ্রেসিভ স্কুল বদরপুরের এই মেধাবী শিশুবিজ্ঞানী। অসমের ৩১টি জেলার থেকে মোট ২৮২টি প্রকল্প নিবন্ধিত হয় রাজ্য সমাবেশে। এর মধ্যে ২৬টি প্রকল্প জাতীয় স্তরে নির্বাচিত হয়। শিলচরে ভূগর্ভস্থ জল এবং পরিবেশের উপর মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ডাম্পের প্রভাব বিষয়ে ব্যতিক্রমী গবেষণাপত্র নিয়ে ২৭ থেকে ৩১ জানুয়ারি কানপুরে আসন্ন জাতীয় সভায় অংশ নেব উমাম মহসিনা। তিন মাসেরও বেশি সময় ধরে চালিয়ে যাওয়া উমামার গবেষণায় উঠে আসে শিলচর সহ বরাক উপত্যকার আবর্জনা সমস্যা ও জনজীবনে তার ভয়ঙ্কর প্রভাব। 

উমামা এ বিষয়টি স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের অবগত করালেও কেউই এর সুষ্ট সমাধান খুঁজে বের করতে পারেননি। উমামা রাজ্যস্তরের সমারোহে আবর্জনা সমস্যার এক সুন্দর সমাধান পুঙ্খানুপুঙ্খভাবে  তুলে ধরলে তা সবার নজর কাড়ে এবং অত্যন্ত সমাদৃত হয়, ফলে তার গবেষণাপত্রটি জাতীয় স্তরের বিজ্ঞান সমারোহের জন্য নির্বাচিত হয়।উমামার এই সাফল্যে বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছে। উল্লেখ্য, উমামা মহসিনা প্রগ্রেসিভ স্কুলের কর্ণধার মোঃ শাহজাহান এর মেয়ে।

Author

Spread the News