খেল মহারণের সূচি প্রকাশ জেলা আয়ুক্তের

জিপি ভিত্তিক খেলায় ৭৫ হাজার বাজেট_____

বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকেই কাছাড় জেলায় খেল মহারণের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক প্রতিযোগিতা শুরু হতে চলেছে। জেলার ১৬২ টি গ্রাম পঞ্চায়েত এবং তিনটি আরবান লোকাল বডিতে (ইউএলবি) অনুষ্ঠেয় প্রতিযোগিতার জন্য ক্রীড়াসূচি প্রকাশিত হল। প্রতিটি ডিসিপ্লিনের জন্য একেক জায়গায় দু’দিন করে ‘ম্যাচ ডে’ রাখা হয়েছে। আবার ম্যাচ ডে-র পাশাপাশি একদিন বা দু’দিন করে বিরতিও রয়েছে। অর্থাৎ, ১-২ নভেম্বরের পর বিরতি দিয়ে পরের খেলা ৪-৫ নভেম্বর। এরপর ৭-৮, ১০-১১, ১৩-১৪, ১৬–১৭ এবং ১৯- ২০ নভেম্বর। অর্থাৎ, স্থানীয় পর্যায়ের খেলা চলবে ২০ তারিখ পর্যন্ত। এরপর বিধানসভা ভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করা হবে। খেল মহারণে অনূর্ধ্ব ১৯ এবং ঊনিশোর্ধ্ব দু’টি গ্রুপে খেলা হবে।

বিভিন্ন ডিসিপ্লিন হল— ফুটবল, ভলিবল, খো খো, কবাডি এবং  অ্যাথলেটিক্সের ১০০, ২০০, ৪০০ ও ৮০০ মিটার রেস। কোন জিপি-তে কোনদিন কী কী ডিসিপ্লিন রয়েছে সেই সূচি প্রকাশ করেছেন কাছাড়ের ডিস্ট্রিক্ট কমিশনার রোহন কুমার ঝা। তিনটি শহরাঞ্চল সহ সোনাবাড়িঘাট, নরসিংহপুর, পালংঘাট, বড়খলা, কালাইন, কাটিগড়া জিপিতে প্রথম দিনই হবে থাকছে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এক‌ইভাবে অন্য গ্রাম পঞ্চায়েতগুলির কয়েকটিতে কবাডি, কিছু জিপিতে ভলিবল কিংবা খো খো দিয়ে খেল মহারণ শুরু হবে।
প্রসঙ্গত, প্রতিটি জিপি ভিত্তিক খেলার সুষ্ঠুভাবে রূপায়নে জিপি প্রতি ৭৫ হাজার টাকা, বিধানসভা ভিত্তিক খেলায় ১২ লক্ষ এবং জেলা পর্যায়ে ২০ লক্ষ বাজেট ধরা হয়েছে।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News