পেঁয়াজে আগুন, ৬৫ থেকে ৭০ টাকা প্রতি কেজি

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : এক লাফে কুড়ি টাকা বেড়ে গেল। পেঁয়াজ কিনতে গিয়ে চোখ নয় পকেট জ্বলছে গ্রাহকের। বৃহস্পতিবার সকাল পর্যন্ত কিছু দোকানে ৫০ থেকে ৫৫ টাকা করে কেজি বিক্রি হলে বেলা বাড়তেই ৬৫ থেকে ৭০ এ পৌঁছে যায়। কাছাড়ের পাশাপাশি রাজ্যেও একই চিত্র দেখা যায়।

এ দিকে, ইকনমিক টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, গত ১৫ দিনে পাইকারি দাম ৫৮ শতাংশ বেড়েছে, যার প্রধান কারণ হল মহারাষ্ট্রে মোট বীজ বপন কমেছে। গত মঙ্গলবার পর্যন্ত সেখানে পেঁয়াজের গড় দাম ছিল প্রতি কেজি ৩৮ টাকা, দুই সপ্তাহ আগে ছিল প্রতি কেজি ২৪ টাকা।

দিল্লিতে ২৫ থেকে ৫০ শতাংশ বেড়েছে পেঁয়াজের দাম। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। বুধবার, দিল্লির পাশাপাশি মহারাষ্ট্রের কিছু বাজারে ভাল মানের পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ৫০ টাকায়। আহমেদনগরে, ১০ দিনে পেঁয়াজের দাম কেজি প্রতি ৩৫ টাকা থেকে বেড়ে ৪৫ টাকা হয়েছে। একইভাবে, মহারাষ্ট্রের অধিকাংশ পেঁয়াজ উত্‍পাদনকারী জেলায় পাইকারি পেঁয়াজের দাম এখন প্রতি কেজি ৪৫ থেকে ৪৮ টাকা।

Author

Spread the News