বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : ত্রিপুরার ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার ছৈলেংটা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এলাকার একটি পরিত্যক্ত পুরনো সিপিআইএম (CPIM) সমন্বয় অফিসের ভেতর থেকে এক মহিলার কঙ্কাল উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ওই সিপিআইএম সমন্বয় অফিসটি পরিষ্কার বা সংস্কারের সময় ভেতর থেকে কঙ্কালটি নজরে আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ছৈলেংটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। ফরেনসিক বিশেষজ্ঞদেরও খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া কঙ্কালটি নিখোঁজ মহিলা আল্লাদি সরকারের হতে পারে। তবে কঙ্কালটির পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা ও অন্যান্য বৈজ্ঞানিক তদন্ত প্রক্রিয়া শুরু করা হবে। পুলিশ জানিয়েছে, কঙ্কালটি কতদিন পুরনো এবং মৃত্যুর কারণ কী—তা নির্ণয়ের জন্য বিস্তারিত ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ছৈলেংটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ দানা বাঁধছে। অনেকেই দাবি করছেন, বিষয়টির নিরপেক্ষ ও গভীর তদন্ত হওয়া প্রয়োজন, যাতে প্রকৃত সত্য সামনে আসে।
ছবি সৌজন্যে ফেসবুক।


