অঙ্গনওয়ারি কর্মীদের আন্দোলনে সমর্থন কৃষক সভার
বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলায় ও পাঁচ দফা দাবির ভিত্তিতে কর্মবিরতি ও অসহযোগ আন্দোলন চলছে অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকাদের। ৩ অক্টোবর থেকে শুরু হওয়া কর্মবিরতি ৭ অক্টোবর পর্যন্ত চলবে। সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি আন্দোলনকে পূর্ণ সমর্থন করছে।
কৃষক সভার কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকাদের আজ পর্যন্ত শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। কম মজুরিতে তাদের কাজ করানো হচ্ছে এনআরসি, বিএলও থেকে শুরু করে সরকারি বিভিন্ন কাজ করানো হচ্ছে। বিজেপি সরকার মুখে গরিবের উন্নয়নের কথা বলছে অন্যদিকে গরিবরা বিভিন্ন ভাবে বঞ্চিত হচ্ছে বিগত বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কোন প্রকল্প ঘোষনা করছে না। অবসরকালীন তারা এককালীন সাহায্য এখন ও পাচ্ছে না। বেশিরভাগ সেন্টারের কোন পরিকাঠামো নেই।সারা ভারত কৃষক সভা সরকারের কাছে দাবি করছে অতিসত্তর তাদের দাবিগুলি পুরান কোর্সের জন্য।