রাধামাধব কলেজে উড়ামাকো তাঁত শিল্পের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : এক মাসের উড়ামাকো তাঁত শিল্পের প্রশিক্ষণ শুরু হল শিলচর রাধামাধব কলেজে শুরু হয়েছে। বুধবার শিলচর রাধামাধব কলেজ মহিলা সেলের উদ্যোগে এবং কাছাড় জেলা হস্ততাঁত ও বস্ত্র শিল্প বিভাগের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণ শিবিরের ফিতা কেটে উদ্বোধন করলেন রাধামাধব কলেজের উপাধ্যক্ষ ড০ অসীমা রায়।

এক মাসের এই প্রশিক্ষণ শিবিরের বিষয়ে কথা বলতে গিয়ে রাধামাধব কলেজ মহিলা সেলের কো-অর্ডিনেটর ড০ নবনিতা দেবনাথ জানান, এক মাসের এই প্রশিক্ষণ শিবির ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত। তিনি বলেন, রাধামাধব কলেজে নারী ক্ষমতায়ণ যাতে বৃদ্ধি হয় এবং কলেজ ছাত্রীরা যাতে পড়াশোনার সঙ্গে সঙ্গে নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারে এই উদ্দেশ্য মাথায় রেখে আমাদের তরফে এই ক্ষুদ্র প্রয়াস। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমাদের কলেজের ছাত্রীরাও যাতে নিজেদের সাবলম্বী করে তুলতে পারে তারজন্য মহিলা সেলের তরফে এই উদ্যোগ, বলেন নবনিতা। তিনি বলেন, এক মাসের এই প্রশিক্ষণ সম্পূর্ণ হলে ছাত্রীরা অনেক উপকৃত হবে। তিনি তারজন্য আসাম সরকার সহ হস্ততাঁত ও বস্ত্র শিল্প বিভাগ, কাছাড়কে আন্তরিক ধন্যবাদ জানান। 

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড০ অরুন্ধতী দত্ত চৌধুরী, রাধামাধব কলেজ আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড০ সোনালী চৌধুরী, হস্ততাঁত ও বস্ত্র শিল্প বিভাগের দুই ডেমন্সট্রেটর যথাক্রমে আব্দুস সালাম নসিব মজুমদার ও কৃষ্ণা দাস, অধ্যাপিকা ড০ রুমা নাথ চৌধুরী, অধ্যাপিকা ড০ স্বর্ণালী রায় চৌধুরী, অধ্যাপিকা ড০ সুমিতা বসু, অধ্যাপিকা ড০ নম্রতা নাথ, অধ্যাপিকা ড০ শবনম শারংসা, বৈশালী চক্রবর্তী, প্রীতি শর্মা, প্রমিতা রায়, সোনালি চন্দ, শবনম বড়ভূইয়া প্রমুখ। 

Author

Spread the News