মহালয়ায় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান “সময় সময়” চ্যানেলের
বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : উধারবন্দ থেকে পরিচালিত” সময় সময়” ইউটিউব চ্যানেল থেকে আগামী মহালয়া উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হবে। যার নাম, “বাজলো তোমার আলোর বেণু”। সুপ্রীতি ঘোষের গাওয়া যে গানটি বাঙালির পুজোর অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে, সেই গানটি নিয়েই বিশেষ অনুষ্ঠান। এই গানের স্থায়ী অংশটি গেয়ে তার ভিডিও পাঠানোর অনুরোধ করা হয়েছে। দেড় থেকে দুমিনিটের মধ্যে হলে ভালো হয়।
হারমোনিয়ম বা তানপুরায় স্ট্যান্ডিং নোটে গাইতে হবে। ল্যান্ডস্কেপ মোডে রেকর্ডিং করে সেটা আগামী ১২ অক্টোবরের মধ্যে ৭০০২০ ০৫৪৩৬ এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে। মনোনীত হলে তা মহালয়ায় বিশেষ অনুষ্ঠানে বাজানো হবে। সুন্দর পারফরম্যান্সের জন্য থাকছে আর্থিক পুরস্কার ও স্মারক। চ্যানেলের পক্ষ থেকে এ খবর জানিয়েছেন শিবাশিস চক্রবর্তী।