২৬ ডিসেম্বর : ২০ লিটার হাড়িয়া খেয়ে মত্ত অবস্থায় লোকালয়ে তাণ্ডব চালায় এক দাঁতাল। বৃহস্পতিবার এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের জটেশ্বর (Jateswar) বাজার ও পূর্ব ব্যাংকান্দি এলাকায়। হাতির হানায় প্রথমেই প্রাণ হারিয়েছেন পবিত্র রায় নামে এক স্থানীয় বাসিন্দার। পরে রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জবা বর্মন (৪৫) নামে জখম এক মহিলারও।
স্থানীয় সূত্রে খবর, হাড়িয়া খেয়ে নেশাগ্রস্ত হাতিটি প্রথমে পূর্ব ব্যাংকান্দি এলাকায় হামলা চালায়। সেখানে পবিত্র রায় নামে এক ব্যক্তিকে আছড়ে মেরে ফেলে সে। এরপর হাতিটি ধূলাগাঁওয়ে তাণ্ডব শুরু করে। সেখানে জবা বর্মন নামে এক গৃহবধূকে শুঁড়ে পেঁচিয়ে প্রায় ৫০০ মিটার রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় জবাদেবীকে উদ্ধার করে প্রথমে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (NBMCH) স্থানান্তরিত করেন। পরে পরিবারের লোকেরা তাঁকে শিলিগুড়ির (Siliguri) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই গৃহবধূর। মত্ত হাতির এই তাণ্ডবে গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।


