বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ১০১ তম জন্মদিবস সুশাসন দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করলো বিজেপি বড়জালেঙ্গা মণ্ডল। এদিন বিজেপি বড়জালেঙ্গা মণ্ডল কার্য্যালয়ে মণ্ডল সভাপতি অজয় দেবের পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বড়জালেঙ্গা ব্লকের অধীন সোনাছড়া জিপির সহ-সভানেত্রী স্বপ্না আঁকুড়া সহ মোট পঁচিশ জন কংগ্রেস নেতা-কর্মী আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করেন ।
নবাগতদের বিজেপিতে স্বাগত জানান ধলাই কেন্দ্রের বিধায়ক নীহাররঞ্জন দাস ও মণ্ডল সভাপতি অজয় দেব। বিধায়ক নীহাররঞ্জন দাস এদিন নবাগতদের ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়জালেঙ্গা ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী বুল্টি দেব, বিজেপি কৃষক মোর্চার জেলা সহ সভাপতি হরিপদ রাহা, বড়জালেঙ্গা মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক সুদীপ কুমার, ধলাই কেন্দ্রের বিএলএ-১ সুশান্ত গুপ্ত সহ আরও অনেকে।


