বিহার জয়, শিলচরে বিজেপির উল্লাস

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : বিহারে বিধানসভা নির্বাচনে এনডিএর জয়ে উল্লাস কাছাড় বিজেপির। শুক্রবার ভোট গণনার ঘণ্টা দুয়েকের পর থেকেই এনডিএ এগিয়ে চলতে শুরু করে। এরপর দু’শোর বেশী আসন দখল করে। এবং বিজেপি সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে রয়েছে। এই আনন্দে মেতে উঠলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি সহ কর্মকর্তারা।

এ দিন ইটখোলা দলীয় কার্যালয়ে বাজি-পটকা ফাটিয়ে বিজয় উল্লাসে মাতোয়ার বিজেপি সমর্থকরা। সেসময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বলেন, বিজেপি সরকার সবসময় জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে তার জন্য বিহারে বিজেপির বৃহৎ আকারে জয় লাভ করেছে। তাঁরা জানতেন বিহারে ভারতীয় জনতা পার্টি এনডিএ সরকার জয়লাভ করবে। কারণ বিজেপি সরকার যেসব কাজ করেছে তা বললে শেষ করা যাবে না এবং প্রধানমন্ত্রী দেশকে কিভাবে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে নজর রেখে দিনরাত কাজ করে যাচ্ছেন। তারই ফল বিহারের। বিহারবাসীকে ধন্যবাদ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *