রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : সম্প্রতি বাংলাদেশে সংঘটিত ধর্মীয় মৌলবাদী হামলা ও বর্বরতার তীব্র প্রতিবাদ জানিয়ে কবি, লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বুধবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনুষ্ঠিত এই প্রতিবাদী সভায় সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভাস্থলে কবি, লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা তাঁদের কণ্ঠে প্রতিবাদের ভাষা তুলে ধরে ধর্মের নামে চলতে থাকা হিংসা ও অমানবিকতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
এই সভায় কবিতা পাঠের মধ্য দিয়ে মানবতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির বার্তা তুলে ধরা হয়। বক্তারা বলেন, ধর্মের অপব্যবহার করে যে বর্বরতা চালানো হচ্ছে, তা সভ্য সমাজের জন্য চরম লজ্জাজনক এবং অবিলম্বে এর অবসান হওয়া প্রয়োজন। প্রতিবাদ সভা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করা এবং নিপীড়িত ও নির্যাতিত মানুষের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এতে অংশ নেন অজয় রায়, কমল চক্রবর্তী, রত্নদীপ দেব, তমোজিৎ সাহা প্রমুখ।


