রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : লক্ষীপুর সমজেলার অন্তর্গত বিন্নাকান্দি ঘাটে বরাক নদীর ভাঙন প্রতিরোধে ৪ কোটি টাকার প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সোমবার জল সম্পদ, তথ্য ও জনসংযোগ বিভাগের মন্ত্রী পীযূষ হাজরিকা এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষীপুরের বিধায়ক তথা রাজ্যের তিনটি বিভাগের মন্ত্রী কৌশিক রায়। প্রথমে তাঁরা কাজের ফলক উন্মোচন করেন, এরপর এক জনসভায় অংশগ্রহণ করেন। জনসভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী পীযূষ হাজরিকা, মন্ত্রী কৌশিক রায়, জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারসহ অন্যান্য বিশিষ্টজনেরা। বক্তৃতায় মন্ত্রীরা নদীভাঙন প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপ ও উন্নয়নমূলক কাজের বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী পীযূষ হাজরিকা জিও ব্যাগ সরবরাহকে কেন্দ্র করে ওঠা সিন্ডিকেটের অভিযোগ নাকচ করেন। তিনি বলেন, “জিও ব্যাগ নিয়ে কোনও ধরনের সিন্ডিকেট চলছে না। আগে যেখানে মাত্র তিনটি কোম্পানি জিও ব্যাগ সরবরাহ করত, এখন সেখানে ১৫টি কোম্পানি এই কাজে যুক্ত রয়েছে। ফলে সিন্ডিকেটের প্রশ্নই ওঠে না।” এছাড়াও তিনি বিরোধীদের সমালোচনার জবাবে দাবি করেন, বিগত ষাট বছরে পূর্ববর্তী সরকার প্রায় ৪,০০০ কিলোমিটার বাঁধ নির্মাণ করেছিল, সেখানে বর্তমান বিজেপি সরকার মাত্র পাঁচ বছরে ১,০০০ কিলোমিটারেরও বেশি বাঁধ নির্মাণ করেছে বলে দাবি করেন।


