পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের গবেষক সঙ্গীতা রবিদাস ভারতীয় সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ (ICSSR)-এর মর্যাদাপূর্ণ ডক্টোরাল ফেলোশিপ লাভ করেছেন। আসাম বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগে এই প্রথম কোনও গবেষক এই সম্মানজনক ফেলোশিপে নির্বাচিত হলেন। এই গবেষণা কার্যটি হিন্দি বিভাগের সহকারী অধ্যাপিকা ড. বেদপর্ণা দে-র তত্ত্বাবধানে সম্পন্ন হচ্ছে। গবেষণার বিষয়— “ফণীশ্বর নাথ রেণু এবং সতীনাথ ভাদুড়ীর উপন্যাসের তুলনামূলক অধ্যয়ন (‘মৈলা আঁচল’, ‘কিতনে চৌরাহে’, ‘ঢোড়াই চরিত মানস’ এবং ‘জাগরি’-র বিশেষ প্রেক্ষিতে)”।
উল্লেখযোগ্য যে সঙ্গীতা রবিদাস ২০২৩ সালে একই বিভাগ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণা-পরিচালক ড. বেদপর্ণা দে ২০১১ সাল থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগে অধ্যাপনার সঙ্গে যুক্ত রয়েছেন এবং বহু গবেষণা ও অ্যাকাডেমিক গতিবিধিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। ICSSR ডক্টোরাল ফেলোশিপের জন্য আবেদন অক্টোবর মাসে আহ্বান করা হয়েছিল এবং ২০ ডিসেম্বর রাতে ফলাফল ঘোষণা করা হয়। সামাজিক বিজ্ঞান বিষয়গুলিতে পিএইচডি স্তরের উৎকৃষ্ট গবেষণার স্বীকৃতিস্বরূপ এই ফেলোশিপ প্রদান করা হয়, যার মাধ্যমে গবেষকদের উচ্চমানের গবেষণায় উৎসাহিত করা হয়।
এই সাফল্যের মাধ্যমে শুধু গবেষক সঙ্গীতা রবিদাস নন, আসাম বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগ এবং সমগ্র বিশ্ববিদ্যালয়ই গৌরবান্বিত হয়েছে। এই অর্জন বিভাগে গবেষণা ও শিক্ষার সুদৃঢ় ঐতিহ্য এবং মানসম্পন্ন অ্যাকাডেমিক দিকনির্দেশনার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।


