বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : মাদক পাচারের মামলায় যুবককে ১০ বছর কারাবাসের সাজা শুনালো কাছাড়ের স্প্যাশাল জাজ বিপ্রজিত রায়ের আদালত। সাজাপ্রাপ্ত যুবক আলি হোসেন (৩৮) শ্রীভূমি জেলার পাথারকান্দি সঈদপুরের বাসিন্দা। এ বছর ৯ জানুয়ারি সকালে মাদক পাচারের সময় পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে শালচাপড়া এলাকায় ধরা পড়ে আলি হোসেন। তার কাছে পাওয়া যায় ৩৮টি সাবানের কেসে থাকা ৩৪২ গ্রাম ব্রাউন সুগার।

এ নিয়ে পুলিশ মামলা নথিভুক্ত করার পর তদন্ত চালায়। পুলিশি তদন্ত প্রক্রিয়া শেষে মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার আদালত আলি হোসেনকে দোষী বলে সাব্যস্ত করে। এরপর শনিবার তার সাজা ঘোষণা করা হয়। এতে আলি হোসেনকে এনডিপিএস আইনের ২১ (সি) ধারায় ১০ বছর কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে ১ লক্ষ টাকা। জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও ৬ মাসের কারাদণ্ড।


